শ্যামলেন্দু গোস্বামীঃ- কয়েকদিন আগে বর্ধমানের খন্ডঘোষের বাদুলিয়ায় এক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ মেলে। তিনি এখন দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হয়েছে তাঁর ৯ বছরের ভাইঝিও। সেই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে গ্রামে তৈরি হচ্ছে ব্যারিকেড। এই ঘটনার জেরে উদ্বিগ্ন পাশাপাশি বহু গ্রামের বাসিন্দারা।
খন্ডঘোষের বাদুলিয়ায় দুই করোনা আক্রান্তের হদিশ মেলায় গ্রাম সিল করেছে পুলিশ। কাউকেই গ্রামের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। গ্রামে ঢুকতেও পাচ্ছেন না কেউই। এমনকী বাসিন্দারা গ্রামেও ঘোরাফেরা করতে পারছেন না। জেলাশাসক বিজয় ভারতী জানান, ওই গ্রামে এখন রেশন দোকান ও মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিলি বন্ধ থাকবে। তবে বিকল্প উপায়ে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বাসিন্দাদের ।