দেশ

ফের স্থগিত নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা।

ফের স্থগিত নির্ভয়ার চার দোষীর ফাঁসি। ৩ মার্চ, মঙ্গলবার চারজনের ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কিন্তু সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। ফলে ফের একবার অনির্দিষ্টকালের জন্য চার দোষীর ফাঁসি পিছিলে গেল। এ নিয়ে পরপর মোট তিনবার পিছিয়ে গেল তাদের ফাঁসি।

সোমবার সকালে পবন কুমার গুপ্তার রায় সংশোধনীর আরজি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আরজি জানায় সে। সেই প্রাণভিক্ষার আরজি খারিজ না হওয়া পর্যন্ত তাদের ফাঁসি দেওয়া সম্ভব নয়। এই কারণ দেখিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইনজীবী এ পি সিং। আইন বলছে, চার দোষীর সমস্ত আইনি সহায়তা পাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার পরও ১৪ দিন সময় দিতে হয় তাদের। আর তাই ফের একবার ফাঁসি স্থগিত হয়ে গেল। স্বভাবতই আদালতের রায়ে এদিনও কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা।

1750 total views , 1 views today

Leave a Reply