ছেলে মেয়ে আছে। ১৬ বছরের বিবাহিত জীবন। স্যার দয়া করে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। বৃহস্পতিবার ভাতার থানায় গিয়ে কর জোড়ে এমনই আবেদন করলেন স্বামী তখন তার দুচোখে জল। হঠাৎ করে ওই ব্যক্তির এমন আবেদন শুনে হতবাক হয়ে যান পুলিশকর্মীরা৷ জিজ্ঞাসা করার পর তার উত্তর, স্ত্রী প্রেমিকের কাছে চলে গিয়েছে। দয়া করে যেভাবেই হোক ফিরিয়ে দিন। যদিও পুলিশ শেষ পর্যন্ত তার স্ত্রীকে থানায় আনতে সমর্থ হলেও হতাশ হয়ে ফিরতে হলো স্বামীকে। কারণ স্ত্রীর স্পষ্ট বার্তা স্বামীর কাছে থাকবেন না প্রেমিকের কাছে ফিরে যাবেন। কারণ স্বামীর ঘরে তিনি ফিরতে চান না। প্রেমিকের কাছেই থাকবেন। তাই মিউচুয়াল ডিভোর্সেরও মামলা করবেন বলে জানিয়ে দিয়েছেন স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকালে বাড়ি ছেড়ে চলে যান ওই ব্যক্তির স্ত্রী। তারই এক বন্ধুর সঙ্গে নাকি স্ত্রীর প্রেমের সম্পর্ক। স্ত্রী সেই প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছেন শুনেই সোজা থানায় হাজির হয়ে যান স্বামী। যদিও মিলনের আশায় থানার দ্বারস্থ হলেও বিচ্ছেদেরই সাক্ষী থাকতে হলো সকলকে। এই ঘটনায় ভারতজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()


