জেলা

বর্ধমান স্টেশনে উদ্ধারকার্য তদারকি করতে হাওড়ার ডিআরএম, জেলাশাসক, মন্ত্রী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

শনিবার রাতে হঠাৎ এই দুরমুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনে একাংশ। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকার্য। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি সম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যেই জেসিবি দিয়ে চলছে উদ্ধারকার্য।

স্থানীয়দের দাবি বহু মানুষ চাপা থাকতে পারেন। তাই আরপিএফ, রেল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছেন। প্রশাসনের আশ্বাস আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুর্ঘটনা ঘটেছে। তবে প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে।

একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে দুই গুরুতর জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে একজনের নাকি মৃত্যু হয়েছে। তার অবশ্য কোনো পরিচয় মেলেনি। তবে স্থানীয়দের আশঙ্কা বহু মানুষই চাপে রয়েছেন ভাঙ্গা অংশের নিচে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া ডিআরএম ইসাক খান। সূত্রের খবর, এদিন সকালেই তিনি বর্ধমান রেলস্টেশনে নির্মাণকাজ পরিদর্শনে এসেছিলেন। স্বাভাবিকভাবে এই ঘটনা প্রশাসনিক উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।

Loading

Leave a Reply