বিনোদন

বর্ষায় কেমন থাকে যৌন চাহিদা?কোন ঋতুতে যৌন চাহিদা বাড়ে?

ঋতু বিশেষে পাল্টে যায় যৌন মিলনের আকাঙ্খা। সমীক্ষা বলছে, বর্ষাতেই না কি সবচেয়ে বেশি যৌন চাহিদা জাগে। সম্প্রতি এমনই জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। মোট ২ হাজার মানুষের উপর করা সমীক্ষায় পাওয়া গেছে এই তথ্য।বিস্তারিত গবেষণা বলছে, জুন, জুলাই ও আগস্ট মাসে দেহে-মনে সবচেয়ে বেশি যৌন উত্তাপ ছড়ায়। অর্থাত্‍ শীতের চেয়ে গ্রীষ্ম ও বর্ষায় তুলনামূলকভাবে রতিকামনা বাড়ে।

১২.৭ লাখ মানুষের উপর করা অন্য একটি অ্যাপধর্মী সমীক্ষা অনুযায়ী, যৌনতার জন্য বর্ষাকেই বেশি পছন্দ করেন অধিকাংশ মহিলা। দেখা গেছে, মোট যৌন মিলনের মধ্যে ৪১ শতাংশ ঘটেছে বর্ষায়, ৩৮.৮ শতাংশ শরতে, ৩৬.৮ শতাংশ শীতে এবং ৩৫.৮ শতাংশ বসন্তকালে।শুধু তাই নয়, অন্য ঋতুর তুলনায় গ্রীষ্মেই সবচেয়ে বেশি বার যৌন সুখের শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছেন মেয়েরা।

Loading

Leave a Reply