করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন। মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর ঠিক তখনই রাতের অন্ধকারে বাঁকুড়া শহর সংলগ্ন ভাদুলের ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজস্ কর্পোরেশনের ওয়েব হাউস থেকে সাতটি ছোটো গাড়িতে বিদেশী মদ পাচার হচ্ছিল। বিষয়টি স্থানীয় মানুষের নজরে আসতেই বাঁকুড়া সদর থানায় খবর দেন। রাতেই পুলিশ ওই সাতটি গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা সাধন ব্রহ্মচারী বলেন, যে সাতটি গাড়ি আমরা আটক করেছি কোনটিতে সব্জি, আবার কোনটিতে মেডিসিন লেখা ছিল। কিন্তু দেখা গেল প্রতিটি গাড়িতে মদ পাচার হচ্ছে। এই মদ পাচারের ঘটনায় বড়সড় কোন চক্র যুক্ত আছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে সিমলাপালের পার্শ্বলা এলাকার সরকার অনুমোদিত মদ দোকানের মালিক জগবন্ধু মালের দাবি, সরকারী বৈধ কাগজপত্র নিয়েই তারা মদ নিয়ে যাচ্ছেন। কিন্তু কি কারণে পুলিশ তাদের থানায় নিয়ে এসেছে তার সদুত্তর দিতে পারেননি তিনি। একই দাবি করেন আর এক মদ বিক্রেতা চন্দন আচার্যও। তিনি বলেন, সরকারি অনুমোদন নিয়েই সরকারি গোডাউন থেকে নিয়ে যাচ্ছি। কিন্তু এখন জেলা জুড়ে একটাই প্রশ্ন লকডাউনে সারা রাজ্যে যখন মদ বিক্রি নিষিদ্ধ তখন এই বিপুল পরিমাণ মদ কোথায় যাচ্ছিল। এর উত্তর খুঁজছে পুলিশ।