বিশ্ব

বাগদাদের গ্রিন জোনে এবার রকেট হামলা ইরানের, বাড়ছে উত্তেজনা

মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলেমানের হত্যার বদলা নিতে পরপর হামলা চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার বাগদাদে রকেট হামলা চালিয়েছে তেহরান। বাগদাদের গ্রিন জোন এলাকায় দু’টি রকেট বিস্ফোরণ হয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বাগদাদের ওই গ্রিন জোন এলাকাতেই মার্কিন দূতাবাস ও পাশ্চাত্যের অনেক দেশের দূতাবাস ও ব্যবসায়িক কেন্দ্র রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন রকেট হামলার পরই নিরাপত্তা বাহিনীর সাইরেন বাজানো হয়। গোটা এলাকা কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এর আগে সেনা ঘাঁটিতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই এলাকায় আমেরিকা সহ একাধিক দেশের যৌথ বাহিনী রয়েছে। যদিও ওই হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবারের রকেট হামলা নিয়ে অবশ্য হোয়াইট হাউসের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। সোলেমানির মৃত্যুর পর কার্যত ফুঁসছে ইরান। এর আগে মার্কিন হামলায় নিহত হয়েছিলেন ইরাকের কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস। তিনি ইরাকের সশস্ত্র বাহিনী হাশেদ আল শাবির প্রধান ছিলেন। কিন্তু এই বাহিনীর সঙ্গে ইরানের সমঝোতা ছিল। তাই এই বাহিনীর সদস্য তেকে মুহান্দিসের অনুগামীরাও হুমকি দিয়ে রেখেছে।

Loading

Leave a Reply