আরামবাগ

বাঙালির পুজো ফ্যাশনে কোরিয়ান দাপট

পুজো ফ্যাশন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সঙ্গে পুজো ফ্যাশন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবারেও পোশাকের বাজারে নজর কাড়ছে নানা ট্রেন্ডিং ড্রেস। পুজোর আগে শেষ রবিবার আরামবাগের বিভিন্ন বাজারে ভিড়ে জমজমাট। তবে পুজোর পোশাকের বাজারে বাঙালিয়ানার পাশাপাশি পশ্চিমী দুনিয়ার পোশাকেও গা ভাসাচ্ছে বাঙালি। কয়েক বছর ধরেই কোরিয়ান সংস্কৃতির প্রতি আকর্ষণ বেড়েছে বাঙালির। পুজোর পোশাকেও ছেলে-মেয়ে বিশেষ করে টিনএজারের মধ্যে ট্রেন্ডিং কোরিয়ান ওভারসাইজড টি-শার্ট। আটের দশকে আমেরিকান সংস্কৃতিতে এই ধরনের পোশাকের চল ছিল। পরে কোরিয়ানরা এই ধরনের পোশাক পরতে শুরু করেন। এখন বাঙালি যুবসমাজও এই ধরনের পোশাক পছন্দ করছে। পাশাপাশি কিশোরী থেকে যুবতীদের মধ্যে এবার ট্রেন্ডিং তালিকায় রয়েছে কর্ড সেট। উপর নীচে একই ধরনের এই পোশাক এবার বেশ জনপ্রিয় হয়েছে। শিশুদের পুজোর পোশাকের ক্ষেত্রে এবার অন্যতম আকর্ষণ ডেনিম ডাংরি। বিভিন্ন বস্ত্রবিপণী থেকে শপিং মলগুলিতে এই ধরনের পোশাকের রকমারি সম্ভারের ব্যাপক বিক্রি হচ্ছে। তবে বাঙালিয়ানাতেও পিছিয়ে নেই বাঙালি। যেমন নানা ডিজাইনার পাঞ্জাবির বিক্রি কমেনি। অষ্টমীর সাজে পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি। এবারও তার অন্যথা হয়নি। আরামবাগের বিভিন্ন পাঞ্জাবির দোকানে ভিড় দেখা যায়। সূতির পাশাপাশি সিল্কের পাঞ্জাবিও এবার বেশ জনপ্রিয়। এদিকে পুজোয় নানা পোশাক কিনলেও শাড়ির প্রতি মহিলা মহলের আকর্ষণ সবসময় থাকে। এবারও সেই ট্রেন্ড বজায় রয়েছে। শাড়ির মধ্যে এবার অন্যতম ট্রেন্ডিং জিমি চু, অরগাঞ্জা, ওপেন বর্ডার। ১৫০০ টাকা থেকে নানা দামের এই ধরনের শাড়ির কালেকশন রয়েছে নানা বাজারে। তবে এবারও শপিং মলগুলিতে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে পুরনো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানগুলিতে পুজোর আগের শেষ রবিবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এদিকে পুজোর বাজার করতে আসা মানুষজন নানা ফাস্ট ফুড, ফুচকা, মোমোর দোকানগুলিতেও ভিড় জমাচ্ছেন। ফলে বিভিন্ন শপিংমলের পাশে থাকা খাবারের দোকানগুলিতেও গত কয়েকদিন ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ফালুদা থেকে আইসক্রিমের বিক্রিও অনেকটা বেড়েছে। ফলে আরামবাগে মহালয়ায় দেবীপক্ষের সূচনা পুজোর বাজারও জমজমাট হয়ে উঠল।

Loading

Leave a Reply