ঘনিষ্ঠ বান্ধবী ফোনে যোগাযোগ না করায় এবং সম্পর্ক না রাখায় ধারালো অস্ত্র দিয়ে বান্ধবীকে কোপালো বন্ধু। ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে। বছর তিরিশের যুবক অশোক দাসকে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে দীর্ঘদিন ধরে একই পাড়ায় বসবাস করা অশোক দাসের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটির। কিন্তু ডিসেম্বর মাসে অশোক দাস বিবাহ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি ব্রেষ্ট ক্যান্সারে অাক্রান্ত। দুবার অস্ত্রপ্রচারও হয়েছে। জানা গেছে সেই কারণেই যুবকটিকে এড়িয়ে যাচ্ছিল মেয়েটি। যুবকটি বুঝতে পারে মেয়েটি কোনওভাবেই আর তার সাথে সম্পর্ক রাখবে না। তখন ডিসেম্বর মাসে যুবকটি বিয়ে করে। কিন্তু তার পরেও মেয়েটির সাথে যোগাযোগ রাখতে চায় সে। কিন্তু মেয়েটি কোনওভাবে রাজি না হওয়ায় ক্রোধের বশে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে।
সম্পর্ক ঠিক করার কারণে বেশ কয়েকবার মেয়েটির বাড়িতেও এসেছিল ওই যুবক। তাতেও মেয়েটি কোনওভাবেই রাজি হয়নি। মেয়েটি বাড়িতে থাকতেন তিন দাদা এবং বৃদ্ধ মায়ের সাথে। বোনের বিবাহ হলেও বিয়ে করেনি দিদি। পুলিশ জানিয়েছে, জখম অবস্থায় মেয়েটি ইএম বাইপাসের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। সূত্রের খবর ওইদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ শহিদ স্মৃতি কলোনী বি ব্লক থেকে পঞ্চসায়র থানায় ঘটনার কথা জানিয়ে ফোন যায়। ঘটনাযস্থলে গিয়ে দেখা যায় আক্রান্ত বছর ২৬ এর মহিলাটি রক্তে ভিজে ছটফট করছে মাটিতে পরে। অপরদিকে অশোক স্থির হয়ে বসে আছে। আর পাশেই পড়ে আছে রক্তমাখা একটি ধারালো ছুরি। যে ছুরি দিয়ে অাঘাত করা হয়েছে মেয়েটিকে। পাশে দাঁড়িয়ে আছে পরিবারের লোকজন। পরিবারের লোকজন জানায় ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে মেয়েটিকে। হাসপাতাল সূত্রে খবর মেয়েটির গায়ে ১২টি জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। শরীরের ডান দিকে এবং পিছনের ক্ষত বেশ দৃঢ়। ফুসফুসে আঘাতের সম্ভাবনা আছে বলে মনে করছেন চিকিৎসকরা।
তবে রক্তপাত খুব দ্রুত বন্ধ করা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছে। তদন্তকারী অফিসারেরা জানিয়েছে অশোক জেরায় স্বীকার করেছে ঘটনার কথা। সে জানায় সম্পর্কে ইতি হয়েছে জেনে ডিসেম্বর মাসে বিয়ে করেছে। কিন্তু তার পরেও যোগাযোগ করতে চাইলে মেয়েটি রাজি না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে সে। মোয়েটির পরিবারের তরফে জানায় পাড়ার ছেলে হওয়ার কারণে বাড়িতে আসায় বাধা দেয়নি কেউ। ঘটনার সময় মেয়েটি বাড়িতে একাই ছিল। মেয়ের চিৎকার শুনে বাড়ির লোক ছুটে এসে ঘটনাটি দেখতে পায়। তবে অভিযুক্তর পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২ সালে যখন এস আই আর হয় তখন আপনি অথবা আপনার পরিবারের কেউ সেই লিস্ট থেকে বাদ পড়েছেন… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা যাচ্ছে শুধু অনলাইনে। সাইটে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাচ্ছে যাবে ফল। পাশ করেছে ৯৩.৭২ শতাংশ।… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা করতে দ্বিধা বোধ করেননি তিনি..! নাম তাঁর নীরা আর্য। আজাদ হিন্দ ফৌজ-এর প্রথম গুপ্তচর.. আজাদ হিন্দ… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ থেকে নামে জলের ফোঁটা। পৃথিবীর প্রাণভোমরা সূর্যও কিন্তু ব্যতিক্রম নয়। সেখানেও মাঝেমধ্যেই নামে বৃষ্টি। পৃথিবীতে বৃষ্টি হওয়ার… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’। আরামবাগ ব্লকের সালেপুর ২ পঞ্চায়েতের বড়ডোঙ্গল গ্রামের রামপাড়ায় প্রায় একশটি পরিবার প্রতিমা তৈরি করেই জীবিকা নির্বাহ করেন।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

