জেলা

বাবার অনুপস্থিতিতে ছেলেকে গুলি করে খুন, চাঞ্চল্য আসানসোলে

বাড়িতে বাবার অনুপস্থিতিতে ছেলে গুলি করে খুন করার অভযোগে উত্তেজনা এলাকায়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুরে ।এদিন রাতে চিত্রা পাঞ্জাবি পাড়ায় বছর বারোর নাবালকের দেহ উদ্ধার হয়। তাকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনায় এলাকায় শোকের ছায়া। পাশাপাশি দানা বেঁধেছে রহস্যও।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের হিরাপুর থানা এলাকার চিত্রা পাঞ্জাবি পাড়ার বাসিন্দা সরণদীপ সিং। বাবা ভূপিন্দর সিংয়ের সঙ্গে থাকত সে। বছর দশ আগে সরণদীপের মায়ের মৃত্যু হয়েছে। ভূপিন্দর সিংয়ের জমি-বাড়ির ব্যবসা ছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সোমবার রাত আটটার পর ভূপিন্দর সিং বাইরে বেরিয়েছিলেন খাবার কিনতে। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে ছেলে সরণদীপ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে সরণদীপের দেহ। প্রাথমিক অনুমান, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়েছে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কিশোরের।

Loading

Leave a Reply