বিশ্ব

বিপদমুক্ত করোনার আঁতুড়ঘর, উঠছে লকডাউন।

গত বছরের শেষ দিক থেকে চীনে শুরু হয়েছিল করোনাভাইরাস রমরমা। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস। এই মুহূর্তে সারা বিশ্বের অসংখ্য দেশে চলছে লকডাউন। গৃহবন্দী হয়ে আছেন প্রায় 200 কোটি মানুষ। মৃত্যুর মিছিল চলছে বিভিন্ন দেশে। ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে করোনা যুদ্ধে সাফল্যের মুখ দেখল চীন। আঁতুড়ঘরেই লকডাউন উঠতে চলেছে।প্রায় আড়াই মাসের কঠিন যুদ্ধে জয়ের মুখ দেখল চিনের ইউহান। ভয়ংকর করোনা ভাইরাসকে পরাজিত করতে পেরেছে তাঁরা।

গত পাঁচদিনের মধ্যে একজন ছাড়া হুবেই প্রদেশের রাজধানী ইউহানে আর কোনও করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। ফলে ৮ এপ্রিল তুলে নেওয়া হচ্ছে লকডাউন। এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইউহানবাসী। যদিও ওই একজন আক্রান্তকে ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। নতুন করে শেষ 24 ঘন্টায় চিনে 78 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। যদিও তারা প্রত্যেকেই বিদেশ থেকে আক্রান্ত হয়ে ফিরেছে বলে চীনের দাবি। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন চীনের এখনই বিপদমুক্তি ঘটেছে বলে ভাবার কারণ নেই। এখান থেকেও আবার পূর্বের পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও বিশেষজ্ঞদের এই দাবিকে উড়িয়ে দিয়েছে চীন। কয়েকদিনের মধ্যেই চীনের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করছেন চীন সরকারের।

Loading

Leave a Reply