মেঘানিনগরের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আরও এক গুরুত্বপূর্ণ জল্পনা তৈরি হয়েছে—গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী কি ছিলেন ওই বিমানে?
এয়ার ইন্ডিয়ার AI-171 নম্বর লন্ডনগামী ড্রিমলাইনার বিমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম যাত্রী তালিকায় ছিল বলে জানিয়েছে একাধিক সূত্র। বিজয় রূপাণীর ঘনিষ্ঠ সহকারী প্রশান্ত ভালা সংবাদমাধ্যমকে জানান, তিনি নিজে বিমানবন্দরে গিয়ে বিজয় রূপাণীকে বিদায় জানিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে বাস থাকে, তাতেও তিনি উঠেছিলেন বলে জানান প্রশান্তবাবু।
তবে তিনি আদৌ বিমানে উঠেছিলেন কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নিশ্চিত বিবৃতি দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে আতঙ্ক আরও বাড়িয়েছে যাত্রীদের আত্মীয়-পরিজনের মধ্যে। প্রশাসন জানিয়েছে, সমস্ত যাত্রীদের খোঁজ চলছে, এবং খুব শীঘ্রই একটি অফিসিয়াল তালিকা প্রকাশ করা হবে।
![]()

