ফের কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল এবিভিপি-র বিরুদ্ধে। অভিযোগের তীর ABVP র দিকে। অভিযোগ, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিদ্যাভবন বয়েজ হস্টেলের সামনে হঠাতই অর্থনীতি বিভাগের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায়কে মারধর করেন এবিভিপি সমর্থকরা। তাকে বাঁচাতে এলে বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত ছাত্রকে বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রনেতা অচিন্ত্য বাগদি, সাবির আলির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, হাসপাতালেও নাকি চড়াও হয় হামলাকারীরা। হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার সকালেও আটোসাঁটো নিরাপত্তা। লসোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওয়ে মারমুখী বেশ কয়েক জনকে দেখা গিয়েছে ভাঙা উইকেট ইত্যাদি হাতে।
বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতাল সূত্রে খবর, সেখানে ভর্তি স্বপ্ননীল মুখোপাধ্যায় ও শুভনাথ নামে দুই ছাত্র। সূত্রে জানা গেছে, আক্রান্তরা প্রত্যেকেই SFIর সক্রিয় সদস্য। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লিতে JNUতে ঢুকে এসএফআই নেতৃত্বকে মারধরের অভিযোগ উঠেছিল এবিভিপি বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত বীরভূম।