দেশ

বিয়ে করতে এসে লকডাউনের জেরে ২২ দিন শ্বশুরবাড়িতে বন্দি জামাই সহ বরযাত্রীরা, বিপাকে শ্বশুর !

২১ তারিখ বিয়ে করতে এসে ২২ দিন ধরে কনের বাড়িতেই আটকে বর সহ ১৫ জন বরযাত্রী। ঘটনা উত্তর প্রদেশের আলিগড়ের। ছেলে বিজয় মাহাতোর বিয়ের জন্য ২১ তারিখ বরযাত্রী নিয়ে আলিগড়ে এসেছিলেন রামনাথ মাহাতো। কথা ছিল বিয়ে সেরে ২৩ তারিখই বাড়ি ঝাড়খণ্ড ফিরবেন। মাঝে ২২ তারিখ জনতা কার্ফুর জেরে কনের বাড়িতে থাকতে হল। এরপর টানা লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর আর কী, কনে বাড়িতেই চলছে নাওয়া -খাওয়া।এদিকে বরযাত্রীদের অন্ন জোগাড় করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে কনের বাবা নরপত রাইয়ের। উপায় না পেয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন জেলা প্রশাসনের।



সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, জেলাশাসক বরযাত্রীকে ফেরত যাওয়ার অনুমতি দেননি। তবে তারা দুপুরের খাবারের বন্দোবস্ত করেছে। কিন্তু সকালের খাবার ও রাতের খাবারের আয়োজন করতে হচ্ছে আমাকেই। ২২ দিন ধরে ১৫ জন মানুষের ২ বেলা করে খাওয়ার জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়েছি, টাকাও শেষ হয়ে যাচ্ছে। বর অবশ্য বলছেন, এটি একেবারেই অপ্রত্যাশিত পরিস্থিতি। আমরা সমস্যার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করারও নেই।


Loading

Leave a Reply