দেশ

ব্যাংকে গেলেই মিলবেনা টাকা, সোমবার থেকে জারি হচ্ছে নতুন নিয়ম, জেনে নিন আপনি কবে টাকা তুলতে পারবেন।

আপনার গচ্ছিত টাকা ব্যাংকে আছে এবং এই লকডাউন পরিস্থিতিতেও ব্যাংক খোলা। কাজেই এতদিন পর্যন্ত আপনি ইচ্ছে মত ব্যাংকে গিয়ে আপনার গচ্ছিত টাকা তুলেছেন। কিন্তু দেশে করোনা সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ার জেরে সোমবার থেকে আর তেমনটি হচ্ছে না। আপনি আপনার ইচ্ছে মত সময়ে বা ইচ্ছেমতো দিনে গিয়ে আর ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।




আপাতত ভিড় কমাতে তারা নতুন যে নিয়ম তৈরি করেছে তা ১১ ই মে পর্যন্ত জারি থাকবে বলে জানা গেছে।এই নতুন নিয়ম অনুযায়ী, যে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের শেষ সংখ্যা ০ ও ১ তাঁরা ৪ মে টাকা তুলতে ব্যাঙ্কে যেতে পারবেন। যে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ২ এবং ৩ তাঁরা ৫ মে টাকা তুলতে ব্যাঙ্কে যেতে পারবেন। যে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ৪ এবং ৫ তাঁরা ৬ মে টাকা তুলতে হলে ব্যাঙ্কে যেতে পারবেন। একইভাবে যাঁদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ৬ ও ৭ তাঁরা ৮ মে টাকা তুলে ব্যাঙ্কে যেতে পারবেন। যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৮ ও ৯ তাঁরা ১১ মে টাকা তুলতে ব্যাঙ্কে যেতে পারবেন। পাশাপাশি জানানো হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনায় যে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে সেই টাকা তুলতে গিয়ে আরো বেশি ভিড় হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকের টাকায় নিরাপদে গচ্ছিত আছে। কাজেই সকলে যেন ধীরেসুস্থে সামাজিক দূরত্ব বজায় রেখে টাকা তোলে।


Loading

Leave a Reply