ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করল ব্যান্ডেল জিআরপি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আলো রায়, শিখা সরকার, পুষ্প হালদার। প্রত্যেকেরই বাড়ি হুগলীর খামারগাছি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি ও এসআরপি হাওড়া কারনান সাহেবের স্পেশাল গ্রুপ।
ধৃতরা উড়িষ্যা থেকে দুটো চায়ের ব্যাগে মোট ৭টি প্যাকেটে মোট ৩২কেজি গাজা নিয়ে আসছিল বাসে করে। হাওড়ায় এসে তারা লোকাল ট্রেনে করে ব্যান্ডেল স্টেশনে নামে। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে খামারগাছি যাওয়ার কথাছিল। গোপন সূত্রে খবর পেয়ে ব্যান্ডেল স্টেশন থেকে তাঁদেরকে পাকড়াও করে জিআরপি। আজ তাঁদেরকে চুঁচুড়া আদালতে তোলা হয়।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
