এবার অনাড়ম্বরেই ভক্তদের ছাড়াই পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হল। গুটিকয়েক পুজারী ব্রাহ্মণ ছাড়া মন্দির চত্বরে প্রবেশ করতে পারেনি কোনও ভক্তই। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হয়েছে এই ঐতিহ্যবাহী স্নানযাত্রা উৎসব। মন্দির প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এদিন। তাছাড়াও সমস্ত পুরী এলাকাই ছিল শুনশান ও কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘেরা।
কথিত আছে, সোনার তৈরি কুয়ো থেকে ১০৮ ঘড়া জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। এদিন এই মহতী পূর্ণ লগ্নে হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন পুরীর মন্দির প্রাঙ্গণে। কিন্তু করোনা আবহে এবছর সবই রয়েছে নিষিদ্ধ। মন্দিরে গুটিকয়েক পুজারী ছাড়া বাকি কেউ প্রবেশ করতে পারলেন না। এছাড়া পূজারী ব্রাহ্মণরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্নান যাত্রার রীতি পালন করলেন। জগন্নাথদেবের রথ যাত্রার শুভ সূচনা হয়েছে এদিন। কিন্তু করোনা আবহে যখন রথযাত্রাই হবে না, তখন স্নানযাত্রাকে উৎসব ভাবা অকল্পনীয়। মন্দির প্রাঙ্গণে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেবলমাত্র নিয়ম-নীতি মেনে পূজার্চনা হল এদিন। পুলিসি প্রহরায় সম্পন্ন হল পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা।