জেলা

ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচ জনের।

একটি ছোট গাড়ির সাথে  উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে  ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। সোমবার সকালে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ফালাকাটা- ধূপগুড়ি জাতীয় সড়কের বালাসুন্দর এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, সোমবার সকাল সাতটা নাগাদ বালাসুন্দর এলাকায় ডুডুয়া সেতুর বাঁকে শিলিগুড়িগামী একটি ছোটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি যাত্রী বাহী বাসের। সংঘর্ষের অভিঘাতে পথের ধারের নয়ানজুলিতে উল্টে যায় ছোট গাড়িটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছোটো গাড়িটির পাঁচ আরোহীর। মৃত ও জখম প্রত্যেকেই আলিপুরদুয়ার শহরের শান্তিনগরের বাসিন্দা। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌছান৷ গাড়িটিতে ৬ জন যাত্রী ছিলেন। সকলকে উদ্ধার করে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৫ জনকেই মৃত বলে ঘোষণা করেন, তবে এক যুবক সামান্য চোট পেলেও বরাত জোরে বেঁচে যান।

ওই পথ দুর্ঘটনার জেরে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে বালাসুন্দর এলাকায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হচ্ছে। কি কারণে এত বড় দুর্ঘটনা হল তার তদন্তে নেমেছে  ফালাকাটা থানার পুলিশ।

Loading

Leave a Reply