ভারতে করোনার বলি ১। করোনা ভাইরাসে কর্ণাটকে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি করোনায়া আক্রান্ত ছিলেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃত ওই প্রৌঢ়ের নাম কালাবুরাগি। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর এসেছে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল বলেও জানা গিয়েছে। ওই ব্যক্তি তেলেঙ্গানার একটি হাসপাতালে গিয়েছিলেন। তাই তেলেঙ্গানা সরকারকেও এব্যাপারে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে তাঁর শরীরে করোনা ভাইরাস থাকতে পারে । বৃহস্পতিবার মৃতের টেস্টের রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে ওই ব্যক্তি করোনাতেই আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। শেষ দুই সপ্তাহে এই প্রথম একলাফে এতটা বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে সরকারের। কেরলে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, কূটনীতিক, সরকারি আধিকারিক, ইউনাইটেড নেশনস, আন্তর্জাতিক সংস্থা এবং কর্মরৎ হওয়ায় ভিসা ছাড়া বাকি সকল ভিসা আপাতত অর্থাৎ এপ্রিলের ১৫ তারিখ অবধি সাসপেন্ড করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্বের উপর থাবা বলেই চিহ্নিত করা হয়েছে।