দেশ

ভারতে করোনায় মৃত্যু বেড়ে ১১, মুম্বইয়ে মৃত আরব আমিরশাহির নাগরিক, অন্যদিকে আশার খবর দিল্লিতে

রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১।   এবার মৃত্যু হল মুম্বইয়ে। তবে তিনি ভারতীয় নন। তিনি আরব আমিরশাহির নাগরিক। কয়েকদিন ধরে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন। ৬৫ বছরের বৃদ্ধ আরব আমিরশাহির নাগরিক মুম্বইয়ের হাসপাতালে একটু আগেই মারা গিয়েছেন। অন্যদিকে করোনা আতঙ্কের জেরবার সারা পৃথিবী। ইতালিতে চলছে মৃত্যুর মিছিল। ভারতবর্ষে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষ যখন কোন রকমে নিজেদের বাঁচিয়ে রাখার তাগিদে ঘরবন্দি হয়েছে তখনই আশার আলো ভারতবর্ষে। দেশে ৩৭ জনের করোনা সেরে গেছে৷ তাঁদের আজ অর্থাত্‍ মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তাঁরা এখন সম্পূর্ণ সুস্থ৷ সোমবার থেকেই কার্যত লকডাউন গোটা দেশ ৷

অন্তর্দেশীয় বিমানও সম্পূর্ণ বাতিল করা হয়েছে৷ সোমবার রাতেই ৪৯২ ছুঁয়ে ফেলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ৫০০ পেরিয়ে যাবে বলেই আশঙ্কা৷ যার নির্যাস, সম্পূর্ণ লকডাউনের পথে গোটা ভারত৷ শুধু কার্গো বিমানে ছাড় দেওয়া হয়েছে৷ রাস্তায় পুলিশ কঠোর হস্তে পরিস্থিতি মোকাবিলা করছেন। লকডাউন ভাঙলেই গ্রেপ্তার করছে পুলিশ। পাশাপাশি মানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দেশ কতটা বাঁচবে তা পুরোটাই নির্ভর করছে সাধারণ মানুষের ওপর। এদিকে আরও একটি আশার খবর পাওয়া গেছে দিল্লিতে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় একজনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি। একথা ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Loading

Leave a Reply