দেশ

ভারতে মৃত বেড়ে ২৭, এবার মৃত্যু জম্মু-কাশ্মীরের বাসিন্দার

ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। মৃত জম্মু-কাশ্মীরের বাসিন্দা। এনিয়ে সেরাজ্যে মৃতের সংখ্যা হল ২। অন্যদিকে রবিবার সকালেই গুজরাটের আমেদাবাদের বাসিন্দা ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি ডায়াবেটিক রোগী ছিলেন। এনিয়ে দেশে করোনা নামক মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। এদিকে সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলেছে এদেশে।

প্রতিটি রাজ্য থেকেই আক্রান্তের খবর মিলছে। এখনও অবধি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৯। যা রীতিমতো উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সরকার বারবার চাইছে এই সংক্রমণ এড়াতে, বাড়ির মধ্যে থাকা এবং বিভিন্ন সর্তকতা। গোটা দেশেই টালমাটাল পরিস্থিতি চলছে। সর্বত্র লকডাউন চললেও এখনও বহু জায়গাতেই মানুষ সচেতন নয়। ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে।  এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানেও মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত বাংলায় আক্রান্ত হয়েছে ১৮ জন।

Loading

Leave a Reply