সকাল আটটা থেকে শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে রাজধানী দিল্লির বিধানসভা ভোটের গণনা। চলছে ৭০টি কেন্দ্রের ভোট গোনা। গত ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয় দিল্লিতে। পরের দিন অর্থাৎ রবিবার সন্ধেবেলা নির্বাচন কমিশন ফাইনাল ট্যালি করে জানায় দিল্লিতে এবার ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ। ২০১৫ সালে ৬৭ শতাংশের মতো ভোট পড়েছিল দিল্লিতে। সেই তুলনায় এবার ভোটদানের হার কিছুটা কম। রাজনৈতিক মহলের বাড়তি নজর এবার দিল্লির ভোটের দিকে। সকাল ৮.৩০ মিঃ পর্যন্ত পিছিয়ে বিজেপি প্রার্থী কপিল মিশ্র। আপ প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী গোপাল রাইও এগিয়ে গেলেন।
রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে, ২২বছর পর দিল্লিতে ক্ষমতা দখলের হাতছানি বিজেপির কাছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করার লক্ষ্যে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর বুকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেসও।