ভিডিও

“ভোট নয়, মানুষকে বাঁচানো জরুরি”তাই ভোট প্রচারের দেওয়ালে করোনা সচেতনতাই নামল তৃণমূল

ভোট নয়, এই মুহুর্তে করোনাকেই প্রাধান্য দেওয়া উচিত। তাই পৌর ভোটের জন্য দখল নেওয়া দেওয়ালে এবারে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করলো হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত(বটা)।

ফি বছরের শুরুতেই পৌর ভোটের তোড়জোর শুরু করে দেয় বিভিন্ন রাজনৈতিক দল। আশানুরূপ ভাবেই যাতে অনেকটা এগিয়ে ছিলো শাসক দল। ফেব্রুয়ারি মাসে বহু জায়গাতেই দেওয়াল দখলে নামে তাঁরা। কিন্তু মার্চে করোনা আতঙ্ক আপাতত পৌর ভোটে জল ঢেলেছে। এবারে নিজেদের দখলে থাকা সেইসমস্ত দেওয়ালে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে নামলেন হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল ইন্দ্রজিৎ দত্ত।

মানুষকে ঘরে থাকার অঙ্গিকার জানিয়ে চুনকাম করা সেইসমস্ত দেওয়াল রাঙিয়ে তুললেন তিনি। এবিষয়ে ইন্দ্রজিৎবাবু বলেন এই মুহূর্তে সবকিছু ভূলে আমারা করোনা মোকাবিলায় নেমেছি। তাই ফাঁকা সেইসমস্ত দেওয়ালের মাধ্যমে আমরা মানুষকে সচেতন বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছি।

Leave a ReplyCancel reply