রাজ্য

মন্ত্রীর পর করোনা আক্রান্ত তাঁর স্ত্রী সহ,বাড়ির পরিচারিকা

শুক্রবার রাতে করোনা আক্রান্ত হন দমকল মন্ত্রী সুজিৎ বসু। শনিবার খবর আসে সুজিৎবাবু একাই নন, করোনা সংক্রমিত তাঁর স্ত্রীও। পাশাপাশি আক্রান্ত হয়েছেন তার বাড়ির ২ পরিচারকও। জানা যাচ্ছে, মন্ত্রী সুজিত বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। বাকিদের অবস্থাও চিন্তার কিছু নেই।

মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, চিকিত্‍সকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে আছেন । চিকিত্‍সক ওষুধ দিয়েছে সেগুলোই খাচ্ছি। ৩০ জনকে পরীক্ষা করানো হবে। ১৫ জনের পরীক্ষা হয়ে গিয়েছে। কাল পরীক্ষা করানো হবে। মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন। তাঁর বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, দমকলমন্ত্রী সুজিত বসু, তাঁর স্ত্রী এবং বাড়ির আরও পরিচারকের রিপোর্ট পজিটিভ আসে। তবে স্বস্তির খবর মন্ত্রীর দুই সন্তানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সুজিতবাবুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

Loading

Leave a Reply