প্রায় ৩০০০ ছুঁয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শেষ কয়েকদিন অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।ক্রমশ এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রাজ্য এবং কেন্দ্রের কাছে এই মুহূর্তে সব থেকে বড় যুদ্ধ হলো করোনা প্রতিরোধ। আর এই জন্য কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে ২৫ হাজার কোটি টাকা মঞ্জুরের দাবি করেছিলেন। সূত্র থেকে জানা গেছে সেই দাবি মানতে চলেছে কেন্দ্র সরকার।
পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হচ্ছে ১৭ হাজার কোটি টাকার সামান্য কিছু বেশি। তবে কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয়, পাশাপাশি আরও ১৪ টি রাজ্যের ক্ষেত্রে টাকা মঞ্জুর করা হচ্ছে। এস ডি আর এম এফ এর প্রথম কিস্তির কেন্দ্রীয় শেয়ারের অগ্রিম অর্থ হিসাবে এর বেশিরভাগ টাকাটাই বরাদ্দ হচ্ছে বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে এই অর্থ করোনা মোকাবিলায় যোগ্য ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।