জেলা রাজ্য

মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জীর নামে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার বিজেপির আই টি সেলের সদস্য

নিউজ আজ বাংলা। বাঁকুড়া:- ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ‘কুরুচিকর ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার পখন্না গ্রামের ঘটনা। শাসক তৃণমূলের পক্ষ থেকে বলরাম পরামানিক নামে ওই যুববকে বিজেপি-র আই.টি সেলের কর্মী বলে দাবী করা হয়েছে।

জানা গেছে, ‘জয় শ্রীরাম’ দিয়ে শুরু করে বলরাম পরামানিক নামে বিজেপির ওই যুবক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দীর্ঘ একটি ভিডিও আপলোড করে। বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্বের নজরে আসায় ওই যুবকের নামে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। পরে গত সোমবার বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলোক মুখার্জী ও দলের নেতা সুখেন বিদ আলালা আলাভাবে ওই যুবকের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলোক মুখার্জী বলেন, ‘দিলীপ ঘোষের চ্যালা’ ওই বলরাম পরামানিক ফেসবুকে আমাদের নেত্রীর নামে কুরুচিকর মন্তব্য করেছে। বিচ্ছিন্নতা তৈরীর উদ্দেশ্যেই ধরনের পোষ্ট ।

অভিযুক্ত যুবকের পাশে দাঁড়াতে রাজি নয় বিজেপি। বিজেপি নেতা সুজিত অগস্তির দাবি, ওই যুবক তাদের দলের সঙ্গে যুক্ত নয়। তৃণমূল এখন সব কিছুতেই বিজেপির নাম জড়াচ্ছে। তাদের দলের কেউ এঘটনার সাথে জড়িত নয়। যে এই পোস্ট করেছে সেই যুবকের ‘মস্তিস্ক বিকৃত’ রয়েছে বলেও দাবি ওই বিজেপি নেতার।


      

Loading

Leave a Reply