করোনা সংক্রমণ থেকে বাঁচতে এবার নয়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষকদের মাধ্যমিকের উত্তরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হল। রবিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই নির্দেশিকা জারি করেন। জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতিতে মূল্যায়নকারী শিক্ষকদের আপাতত উত্তরপত্র জমা দিতে যেতে হবে না প্রধান পরীক্ষকদের কাছে। তেমনই প্রধান পরীক্ষকদের উত্তরপত্র জমা দিতে মধ্যশিক্ষা পর্ষদের আসতে হবে না পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত।
তবে পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে যেন মূল্যায়ন করা উত্তরপত্রগুলি পুনরায় মূল্যায়ন করেন শিক্ষকরা। পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের তরফে প্রত্যেকটি জেলার শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন সোমবার দুপুর তিনটের মধ্যে মিড ডে মিল প্রাপ্ত শিশুদের অভিভাবকদের দু’কেজি করে চাল ও আলু দেওয়ার প্রক্রিয়া শেষ করে ফেলেন। সবমিলিয়ে করোনার জেরে এবার শিক্ষা মহলেও নয়া পরিবর্তন আনলো দপ্তর।