জেলা

মানষিক ভারসাম্যহীন কিশোরীর পাশে জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ

এক মানষিক ভারসাম্যহীন কিশোরীকে চিকিৎসা পরিষেবার জন্য পাশে দাড়ালো জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ। অনন্যা বসাক নামের ২৪ বছর বয়সী মানষিক ভারসাম্যহীন মহিলা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্হা না থাকায় বর্ধমানে রেফার করে। তার বাবা সৌমিত্র বসাক একা মেয়েকে নিয়ে বর্ধমান হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না। তিনি সহায়তার জন্য আবেদন করেন ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি র কাছে।

ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রচেষ্টায় ও শান্তিনিকেতন থানার পুলিশের সহযোগিতায় ঐ মানষিক অসুস্হ্য বর্ধমান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পৌছে দেওয়া হয়। এদিন ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ ও শান্তিনিকেতন থানার মহিলা পুলিশ কিশোর উন্নত চিকিৎসার চেষ্টায় পাশে দাঁড়ায়।

আমরা আসছি…….

Loading

Leave a Reply