বিনোদন

মাস্কের আকাল, অন্তর্বাস দিয়ে সহজেই মাস্ক তৈরি করছেন তারকা, দেখুন ভিডিও

করোনা থেকে বাঁচতে মাস্ককে অত্যাবশ্যক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাড়ির বাইরে পা দেওয়া মানেই অবশ্যই মাস্ক পরতে বলা হচ্ছে ! কিন্তু মাস্কের বড় আকাল ! আর এক্ষেত্রে কালোবাজারি শুরু হয়েছে বলেও বিভিন্ন মহলে কানপাতলেই শোনা যাচ্ছে ! এই পরিস্থিতিতে সবাই কোনও না কোনওভাবে হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়েই মাস্ক বানানোর চেষ্টা করছেন! কেউ বা টি-শার্ট কেটে, কাউ বা শাড়ি, গামছা কেটে মাস্ক বানাচ্ছেন !

তবে সবথেকে অভিনব উপায়ে মাস্ক বানালেন তারকা, সমাজকর্মী চেলসি হ্যান্ডলার! তিনি অন্তর্বাস দিয়ে বানালেন মাস্ক। লকডাউনে বাড়িতে বসে বসে কীভাবে অন্তর্বাস দিয়ে মাস্ক বানানো যায়, ধাপে ধাপে তা শেখালেনও ফ্যানেদের। মাস্ক বানানোর ভিডিওটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও! ভিডিওতে দেখা যায়, কীভাবে চেলসা একটি অন্তর্বাসকে মাস্ক-এ পরিণত করলেন।অনেকে বলছেন উপায় না পেয়ে নিজেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিলেন তিনি।

Loading

Leave a Reply