১১ ই পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। ১২ জানুয়ারিতে যোগ দেবেন পোর্ট স্ট্রাটের অনুষ্ঠানে। সিএএ-র প্রতিবাদে উত্তপ্ত রাজ্য। এমন সময়ে প্রধানমন্ত্রী আসলে বিক্ষোভ প্রদর্শন হতে পারে বলে আশঙ্কা। শনিবার সিপিআইএমের পলিটব্যুরোর নেতৃত্ব মহম্মদ সেলিম সাফ জানান, ”বঙ্গাল ভি বোলেগা মোদী গো ব্যাক। কলকাতায় মোদীজি ১০-এই আসুন বা ১১ তারিখ কালো পতাকা দেখানো হবে।” সদ্য কর্ণাটকে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘GoBackModi’।
সেলিমকে পাল্টা উত্তর দিয়েছেন রাহুল সিনহা। তাঁর কথায়, সিপিএমেরকে আছে? ওদের মুখই তো কালো হয়ে গিয়েছে। কালো পতাকার কী দরকার? কালো পতাকা দেখানো হলে গা-হাত কালো হয়ে যেতে পারে। হঠকারী কাজ থেকে দূরে থাকা ভালো।” ফলে প্রধানমন্ত্রীর রাজ্য সফরে একটা ধুন্ধুমারকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।