মহামারির মহূর্তে যে রাজনৈতিক কোনও ভেদাভেদ থাকা উচিত নয় তা আবার প্রমাণ হল কলকাতায়। নেতাজী নগর মোড়ে বাস্তুহারা সমিতির দপ্তরের সামনে একটি করোনার আবহে রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিআইএম টালিগঞ্জ এরিয়া কমিটি। সকাল সাড়ে দশটায় এদিন সুজন চক্রবর্তী উদ্বোধন করতে পৌঁছান রক্তদান শিবিরে। এরপরই হঠাৎ সেখানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন তৃণমূলের বহু কাউন্সিলররাও।
বিধি মেনে মোবাইল ভ্যানে রক্তদান করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তার প্রথম পদক্ষেপ হিসেবে শুক্রবার সিপিএমর আবেদনে সাড়া দিয়ে রক্তদানের জন্য বিশেষ ভ্যান পাঠায় রাজ্য স্বাস্থ্য দপ্তর। বাম পরিষদীয় দলনেতা রাজ্য সরকারের কাছে এ নিয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনেই সাড়া দিয়ে এদিন এই বিশেষ ভ্যান পাঠায় রাজ্য। শুধু ভ্যান পাঠিয়েই দায় সারেনি রাজ্য সরকার। রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের ২ মন্ত্রী এদিন রক্তদান শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।সবমিলিয়ে করোনার এই পরিস্থিতি আবার পরিস্কার করে মনে করিয়ে দিল আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। ‘সবার উপর মানুষ সত্য’ এই কথা আবার প্রমাণিত হল। আগে মানুষ পরে রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বরা বলছেন মানুষ বাঁচলে তবেই রাজনীতি বাঁচবে। রাজনৈতিক মতাদর্শ আমাদের আলাদা আলাদা হতে পারে, কিন্তু এই সংকটের পরিস্থিতিতে আমরা কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করব।