রাজ্য

রাজ্যে করোনা অাক্রান্তের সংখ্যা বেরে ৭ ; দেশে মৃত্যু ৭।

সমগ্র বিশ্বেরমত ভারতবর্ষেও তরতরিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সমগ্র ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০। সারা দেশে করোনা আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হল। গুজরাটের সুরাটের হাসপাতালে মৃত্যু হয়েছে ৬৯ বছরের ১ প্রৌঢ়ে বৃদ্ধের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৭। এই নিয়ে শুধু রবিবারই তিন জনের মৃত্যু হল। অপরদিকে কলকাতায় দ্বিতীয় স্টেপে শুরু হয়ে গেল। গতকাল রাত্রে দ্বিতীয় স্টেপে ধরা পড়েছিল দমদমের বাসিন্দা এক মহিলা।

পুনরায় আরও তিনজনের শরীরে দেখা গেল সংক্রমণ। লন্ডন ফেরত বালিগঞ্জ নিবাসী-তরুণ হাসপাতালে ভর্তি ছিল। সেই আক্রান্ত তরুণের মা-বাবা এবং বাড়ির পরিচারিকার শরীরে মিলল করোনাভাইরাস। তাদের তিন জনের শরীরেও করোনা সংক্রমণ পজেটিভ। এখন কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। সমগ্র ভারতবাসীকে এখন সতর্ক হওয়ার সময় এসে গেছে। সমগ্র ভারতবর্ষে ৭৫ টি পৌর শহর লকডাউন। এখন দেখার কত দ্রুত এই সংক্রমণ ঠেকানো সম্ভব হয়।

Loading

Leave a Reply