ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এদিকে পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা একদিনে লাফিয়ে কাল পাঁচজন বেড়ে যায়। এদিন করোনা আক্রান্ত হয়েছেন আরও দুজন। নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭ জন। ইতিমধ্যেই ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা ৯০০ পেরিয়ে গেছে। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের।
এদিকে দেশে রোজই গড়ে ১০০ জন করে ভারতবর্ষে আক্রান্ত হচ্ছেন মানুষ। এদিকে প্রত্যেকটি রাজ্যের লকডাউন সফল করতে কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। যদিও নতুন করে আক্রান্তের সংখ্যা কোনওভাবেই কমছে না। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া। জানা গিয়েছে, এদিন ৫৬ বছরের প্রৌঢ় ও ৭৬ বছরের বৃদ্ধ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
