হয়তো ঘটনাটি কাকতালীয়। হয়তো সবকিছু নিয়ম মেনেই হয়েছে। হয়তো বা এটা হওয়ারই ছিল। কিন্তু একথা বলতেই হবে যে দিল্লি নির্বাচনের আগে কাকতালীয়ভাবে ফের ইহধামে অবতীর্ন হলেন ভগবান রামচন্দ্র। নাকি প্রার্থণার জোরে ভগবানকে ভক্তের ডাকে মর্তালোকে নেমে আসতে হয়েছে সেটা নিয়ে বিতর্ক রয়েই যাবে। কিন্তু দিল্লির নির্বাচনের মাত্র তিনদিন আগেই লোকসভায় নরেন্দ্র মোদি রাম মন্দির তৈরির ট্রাস্ট গঠন করলেন। রাম মন্দিরের ট্রাস্ট গঠন করার জন্য সুপ্রিম কোর্ট তিন মাস সময় দিয়েছিল। আর সে সময় শেষ হওয়ার আর বেশি দিন বাকিও নেই। শেষ মুহূর্তের জল্পনা কাটিয়ে নরেন্দ্র মোদি রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট তৈরি করলেন।
গত বছরের ৯ নভেম্বর রাম মন্দিরের রায় ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গেলেও ট্রাস্ট তৈরির ব্যবস্থাপনা অবশ্য দেখা যাচ্ছিল না। মোদি জানান, মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করা হবে। ওই ট্রাস্টটি রাম মন্দির গঠন ও সেই সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এখন দেখার কত দ্রুত রাম মন্দির নির্মাণ করা হয়। এখন প্রশ্ন উঠেছে দিল্লি নির্বাচনে কেজরিওয়ালকে টেক্কা দিতে তাহলে কী ফের মহাভারতের শ্রীকৃষ্ণের মতোই ভোট বৈতরণী পার হতে অদৃশ্যভাবে বিজেপির সারথী হতে চলেছেন ভগবান রামচন্দ্র! ভোটের প্রাকালে দিল্লির আনাচে-কানাচে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রবল মোদি ঝড়ে বিজেপি ভারতবর্ষে ক্ষমতায় আসে। কিন্তু তার মাস কয়েক পরেই দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের আপের কাছে পর্যদুস্ত হয়। এবার অবশ্য সেই মোদি ঝড় অনেকটাই ফিকে। আর এই মুহূর্তে দেশের একাধিক ইস্যু বিজেপির বিরোধী। এমনকি কেজরি সরকারের উপরেও দিল্লির মানুষ যথেষ্ট সন্তুষ্ট। এই মুহূর্তে কেজরিওয়ালের মোকাবিলা করতে তাহলে কি বিজেপি রামের তাস খেলতে চলেছে! এমনই জল্পনা রাজনৈতিক মহলে। তাই নির্বাচনের একেবারে দোরগোড়ায় রাম মন্দির নির্মাণের ট্রাস্টি গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা।
ক্রমশ করোনা ভয়াবহ রূপ ধারণ করছে। ভারতবর্ষে এযাবত কালের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হল আজ। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। আক্রান্ত এবং মৃতের নিরিখে এটাই দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সূত্রে। যা সর্বমোট আক্রান্তের সংখ্যাকে ৬,৭৬১-তে নিয়ে […]
কেন্দ্রে নয়া পদক্ষেপে বিতর্কের ঝড় দেশজুড়ে। এবার নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তার জন্য কি প্রমান লাগবে আগের নাগরিকত্ব আইনে তা স্পষ্ট করা ছিল না। আর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, প্রমানপত্র হিসেবে কি কি লাগবে তা জানা গেল। সেখানে জানানো হচ্ছে ওই তিন দেশ […]
দিশার স্যালিয়ানের মৃত্যুর কিছুদিন পরেই মৃত্যু হয়ে সুশান্তের। সমস্ত ভক্তকুল বরাবরই দাবি করে আসছিলেন এই দুই মৃত্যুর মধ্যে হয়তো যোগসূত্র আছে । এবারে সেই যোগসুত্র করতে শুরু করেছে মুম্বাই পুলিশ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য সমাধানের পরিবর্তে আরও জটিল হয়ে উঠছে। মুম্বই পুলিশ সাফ জানিয়ে দিয়েছেন যে, সুশান্ত রাজপুতের ম্যানেজার দিশা স্যালিয়ান তার মৃত্যুর […]