খেলা

রিয়াল কাশ্মীর কে ২-০ গোলে হারিয়ে আই লিগের শীর্ষে চলে এল সবুজ-মেরুন ব্রিগেড

কাশ্মীরের প্রবল ঠান্ডায় শীতের ফুল ফোটাল মোহনবাগান। দুরন্ত ফুটবল খেলে রিয়াল কাশ্মীরকে পর্যুদস্ত করলেন কিবু ভিকুনার ছেলেরা। প্রতিকূল পরিস্থিতিকে হারিয়ে দিয়ে ২-০ গোলে ম্যাচ জিতে একই সঙ্গে আই লিগের শীর্ষে চলে এল সবুজ-মেরুন ব্রিগেড। ৫ ম্যাচে বাগানের পয়েন্ট দাঁড়াল ১০।

৭১ মিনিটে মোহনবাগানের প্রথম গোল। ধনচন্দ্রের লম্বা থ্রো বক্সের মধ্যে। হেডে নামিয়ে দেন বেইতিয়ার পায়ে। দর্শনীয় সাইডভলিতে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার।

প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ না দিয়ে ৭৪ মিনিটে আবার গোল মোহনবাগানের। সাহিলের থ্রু বক্সের মধ্যে মাইনাস করেন ব্রিটো। জোরালো শটে বল জালে জড়ান নাওরেম। প্রথম ম্যাচেই নজর কাড়ল বাবা। গোল না পেলেও আগামিতে যে বাগান আক্রমণে ভরসা দিতে পারেন, তার নমুনা কিন্তু আজকে পাওয়া গেল।

Loading

Leave a Reply