খেলা

রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল

টানটান উত্তেজনার ফাইনালে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল
মিউনিখের অলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হলো ইউরোপীয় ফুটবলের মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান নেশনস লিগের ফাইনাল। মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল—স্পেন ও পর্তুগাল। উত্তেজনায় ঠাসা এই ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত ফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে, যেখানে পর্তুগাল ৫-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এবং দ্বিতীয়বারের মতো এই শিরোপা নিজেদের ঘরে তোলে।

প্রথমার্ধে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ২২তম মিনিটে স্পেনের তরুণ মিডফিল্ডার মার্টিন জুবিমেনদি অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু সেই আনন্দ বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ২৬তম মিনিটেই পর্তুগালের ডিফেন্ডার নুনো মেন্ডেস কর্নার থেকে হেড করে গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে স্পেনের মাইকেল ওয়ার্জাবাল দুর্দান্ত এক শটে পর্তুগাল গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন করেন ২-১।

দ্বিতীয়ার্ধে ফিরে আসে পর্তুগাল। ৬১তম মিনিটে ক্রিস্তিয়ানো রোনাল্ডো তার ক্যারিয়ারের ১৩৮তম আন্তর্জাতিক গোলটি করেন দুর্দান্ত ভলিতে, যা দলকে ফের সমতায় নিয়ে আসে। এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও কেউই আর গোলের দেখা পায়নি। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

শুটআউটে স্পেনের প্রথম শট নেওয়া আলভারো মোরাতার শটটি পর্তুগালের গোলরক্ষক ডিয়োগো কোস্তা দক্ষতার সঙ্গে রুখে দেন। বাকি সব শটে সফল হয় পর্তুগাল। শেষ পেনাল্টি শটে রুবেন নেভেস গোল করে নিশ্চিত করেন পর্তুগালের শিরোপা জয়। পেনাল্টিতে ৫-৩ ব্যবধানে জয় পায় পর্তুগাল।

ম্যাচ শেষে ক্যাপ্টেন রোনাল্ডো আবেগ ধরে রাখতে পারেননি। হাঁটু গেড়ে বসে পড়েন মাঠে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তার জন্য এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ দিনের সাধনার প্রতিফলন। কোচ রবার্তো মার্তিনেজ বলেন, “এই জয় আমাদের ঐক্য, পরিশ্রম আর বিশ্বাসের প্রতীক। ছেলেরা অসাধারণ খেলেছে।”

এই জয়ের মধ্য দিয়ে পর্তুগাল দ্বিতীয়বারের মতো নেশনস লিগ শিরোপা জিতে ইতিহাস গড়ল। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৯ সালে। ম্যাচের সেরা নির্বাচিত হন নুনো মেন্ডেস। রক্ষণভাগের পাশাপাশি তার গোল ও মাঠজুড়ে প্রভাব তাকে আলাদা করে তোলে।

এই ম্যাচে স্পেনও দুর্দান্ত খেলেছে। তাদের তরুণ দল আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরবে, এতে সন্দেহ নেই। তবে এই রাতটা ছিল রোনাল্ডোদের। আর এই জয়ের মাধ্যমে তিনি হয়তো আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে তার শেষ ট্রফিটি তুলে ধরলেন গর্ব আর গৌরবে।

Loading

Leave a Reply