জেলা

লকডাউনের সকালে মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে, প্রাণ গেল কলকাতার প্রথম মহিলা ওসি সহ তিনজনের

শুক্রবার লকডাউনের সাতসকালে দাঁড়িয়ে থাকা ১২ চাকার বালির লরির পিছনে ধাক্কা একটি চারচাকার। ঘটনায় মৃত এক পুলিশ অফিসার সহ মোট তিনজন। মৃত পুলিশ অফিসারের নাম দেবশ্রী চ্যাটার্জী। বাড়ি কোলকাতার বেহালা পর্ণশ্রীতে। তিনি রাজ্য পুলিশের ১২ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে পোষ্টিং ছিল তাঁর। শুক্রবার সকাল ৬টা ১০নাগাদ কোলকাতার দিকে যাওয়ার পথে দাদপুর থানার হোদলা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা একটি বালির লরির পিছনে সজোরে ধাক্কা মারে দেবশ্রীদেবীর চারচাকা গাড়িটি। তড়িঘড়ি রাস্তায় কর্মরত সিভিক ও পুলিশরা তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর চুঁচুড়া হাসপাতালে আসেন হুগলীর গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

হুগলি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদপুর থানা এলাকায় জাতীয় সড়কের উপরে একটি বালি বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে দেবশ্রীর গাড়ি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, প্রচণ্ড গতিতে ছিল পুলিশ আধিকারিকের গাড়ি। বালির ট্রাকটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রচণ্ড গতিতে ধাক্কার অভিঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছিল পুলিশ আধিকারিকের দেহ। দেবশ্রী এবং তাঁর গাড়ির চালক মনোজ সাহা ও দেহরক্ষী তাপস বর্মনকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাপসবাবুর বাড়ি কোচবিহারে এবং মনোজ সাহা মালদহের বাসিন্দা।

Leave a ReplyCancel reply