করোনা ভাইরাসে পুরো পৃথিবীই যেন গৃহবন্দি। ফলে দিনমজুররা পড়েছেন বিপাকে। ফুরিয়ে গেছে অনেকের ঘরের খাবার।এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও সহায়তা কার্যক্রম চলছে। এবার এগিয়ে এলেন ১ যুবকও। নিজের জন্মদিনে দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন সৈয়দ আসিক হোসেন।শুধু মাত্র খাদ্য সামগ্রী নয় বাড়িতে গৃহবন্দি শিশুদের কথা মাথায় রেখে তাদের একাকীত্ব ও অবসাদ কাটাতে লুডো ও শিক্ষা সামগ্রী তুলে দেন। জন্মদিনে আসিকের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করছেন এলাকার মানুষ।
এবছর ২৮-এ পা দিল আশিক। প্রতিবছরই বন্ধুদের সাথে এই দিনটি পালন করে সে। কিন্তু বর্তমানে করোনার এই পরিস্থিতি তার জন্মদিন পালন করতে কিছুটা খারাপ লাগে।এই মুহূর্তে বহু মানুষই একপ্রকার অনাহারে রয়েছেন। এই হতাশা তাড়া দিয়ে বেড়াতে থাকে আশিককে। তাই এবছর সে সিদ্ধান্ত নেই তার এই জন্মদিন সে সাধারণ মানুষের সাথে কাটাবে। যাই ভাবনা, তাই বাস্তবায়ন। সোমবার জন্মদিনের সাতসকালে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাল সে। হাতে ছিল বিভিন্ন খাদ্যসামগ্রীর ডালি, খেলা ও পড়াশোনার সামগ্রী। এখানেই শেষ নয়। প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি একটি করে সচেতনতা মূলত লিফলেটও দিল আশিক। এমনকী মানুষের পাশে থাকার আশ্বাস দেয় সে। সাধারণ মানুষের পায়ে হাত দিয়ে এদিন জন্মদিনে আশীর্বাদ চায় আশিক
এদিন আশিকের সাথে ছিলেন স্থানীয় বিধায়ক মানস মজুমদার। সেও আসিকের এই ধরনের উদ্যোগে খুশি। তিনি বলছেন, এদিন আসিক যা করল তা মানুষের কাছে নজির গড়ার মতই। এইরকম এক যুবকের মাথায় এই চিন্তাভাবনা হবে তা ভাবা যায় না। সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে আশিকের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসের ভূয়সি প্রশংসা করেছেন স্থানীয়রা। এভাবে যদি মানুষ, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে এই যন্ত্রণার মুক্তি ঘটতে পারে।