জেলা

লকডাউনে জাতীয় সাঁতারু ছোট্ট তিয়াশার মানবিক ভূমিকা

বাড়িতে অভাব ,আর জলেতে প্রতিদ্বন্দ্বী লড়াই করাটা ছোটবেলা থেকেই অভ্যাস তিয়াসার। ফল যাই হোক না কেন বিনা লড়াইয়ে হার মানার পাত্রী নয় সে। লকডাউনের বাজারেও এক অন্য লড়াই শুরু করল চুঁচুড়া কনকশালীর জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল। করোনা আতঙ্কের সময়ে তিয়াসা তাঁর বন্ধুরা মিলে প্রতিদিন অন্তত একবেলা করে কয়েকশো মানুষের খাবারের দাযিত্ব নিজেদের কাঁধে তুলে নিল।




শুক্রবার তাঁরা চুঁচুড়া স্টেশন ও চুঁচুড়ার ষন্ডেশ্বরতলা এলাকার কয়েকশো পরিবারের হাতে দুপুরের খাবার তুলে দিলেন। তিয়াসা, বৈশাখি, পুস্পিতা, পারমিতা, শম্পারা এদিন রান্না করা খাবার তুলে দিলেন লকডাউনে অসহায় মানুষদের হাতে। জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল বলে, সাধারন মানুষদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা প্রতিদিনই অন্তত একবেলা করে রান্না করা খাবার তুলে দেব অসহায় মানুষদের।


Loading

Leave a Reply