রাজ্য

লকডাউনে রেশন ব্যবস্থা নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র, উপকৃত হবেন আটকে থাকা মানুষরা। দেখুন…

তৃতীয় দফার লকডাউনের মাঝেই রেশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুন ২০২০ সাল থেকে রেশন ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন ৷দেশের ২০টি রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থার জন্য যাবতীয় তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্র ৷ লকডাউনের ফলে প্রান্তিক মানুষ ও অন্যত্র যাঁরা আটকে পড়েছেন এবং আর্থিকভাবে দুর্বল মানুষেরাও যাতে নায্য দামে রেশনের খাদ্যসামগ্রী পেতে পারেন সেই বিষয়েই কেন্দ্রীয় সরকারকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

ইতিমধ্যেই ১৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক দেশ এক রেশন কার্ডের কাজ শেষ হয়েছে৷ ওড়িশা, মিজোরাম, নাগাল্যান্ডের কাজ চলছে দ্রুতগতিতে ৷ এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এক দেশ এক রেশনের সুবিধা পান জনগণ৷ এর জন্য পুরানো রেশন কার্ড জমা দিয়ে নতুন কার্ডের আবেদন করতে হবে ৷ দেশের যে কোনও নাগরিকই এই ব্যবস্থার সম্পূর্ণ লাভ গ্রহণ করতে পারবেন৷অনলাইনে রেশনকার্ড আবেদন করা যাবে তার জন্য যে যে বিষয় মানতে হবে সেগুলি হল রাজ্যের খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ৷ নিজের ভাষা বেছে ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জেলা, থানা, পঞ্চায়েত সম্পর্কিত বিবরণ দিতে হবে ৷ কার্ডের প্রকারভেদ অর্থাৎ এপিএল, বিপিএল সংক্রান্ত বিষয়ে তথ্য দিতে হবে সঙ্গে পঞ্চায়েত প্রধানের নাম, আধার নম্বর, ভোটার আইডি, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে ৷ সমস্ত তথ্য দিয়ে সাবমিট বোতামটি প্রেস করতে হবে ৷ সব কাজ সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ৷

Loading

Leave a Reply