শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে বছর আঠাশের যুবক বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু লকডাউনে আটকে পড়েছিলেন অন্ধ্রপ্রদেশের মিত্তাপাল্লে গ্রামের বাসিন্দা হরিপ্রসাদ। হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু ১৫০ কিলোমিটার হেঁটে বাড়ি ফেরার প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের। করোনা সংক্রমণের সন্দেহে দেহ ছুঁয়ে দেখলেন না তাঁর পরিজনেরা।
হরিপ্রসাদ নামে ওই যুবক বেশ কয়েকদিন আগেই পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। লকডাউনে আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় হেঁটেই বাড়ি ফিরবেন বলে স্থির করেন। হাঁটার সময় রাস্তায় মেলেনি খাবার, জল। একে যক্ষ্মা রোগী তার উপর আবার জোটেনি খাবার। তাই তাঁর শরীর ক্রমশই খারাপ হচ্ছিল। বাড়ির প্রায় কাছেই অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই প্রাণও
হারান তিনি। খবর পান তাঁর পরিজনেরা। তবে কেউই তাঁদের কাছে এগিয়ে আসেননি। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষ।