মানুষের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর কোচবিহার পৌরসভার কাউন্সিলর শুভজিৎ কুন্ডু। কঠিন লক ডাউন পরিস্থিতিতে মানষের পাশে এসে দাঁড়াচ্ছেন কোচবিহার পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলার শ্রী শুভজিৎ কুন্ডু ।গত ১০ দিন ধরে এলাকার গরিব দুস্থ পরিবারদের সাহায্য করে চলেছেন রিতিমত ।১১ নং ওয়ার্ড কাউন্সিলারের উদ্যোগে ১০ ও ১১ নং ওয়ার্ডের রেল লাইনের ধারে খুবই দরিদ্র সাধারন মানুষদের সকালের খাবার দুধ এবং চাল ডাল আলু লবন সাবান বিতরন করা হচ্ছে ।
কাউন্সিলর জানিয়েছেন তিনি চান এই লকডাউন টাকে মানুষ যেন ভালো করে মেনে চলে এর জন্য যাদের খাবার সামগ্রী দিয়ে সহযোগিতা করা দরকার তিনি করবেন । যদি কেউ খাবার এর সমস্যার মধ্যে থেকে থাকেন যে কোনো উপায়ে কাউন্সিলর কে খবর দিলে তিনি যথাযথ ব্যাবস্থা করে দেবেন বলে জানিয়েছেন।