দেশ জুড়ে থাবা বসিয়েছে করোনা ভাইরাস।আর এর জেরেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারন মানুষের।কিন্তু বহু মানুষ এখনও সচেতন নয়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অসচেতনতার দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। খড়গপুর শহরে শিক্ষা একটি প্রতিষ্ঠানে কোনো ভাবেই মানা হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্স।ভিড় জমিয়েছে অনেকেই।আর এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় সাংবাদিকরা।ক্যামেরা করা হচ্ছে দেখেই তাড়াহুড়ো করে কিছুজন মুখে মাস্ক পড়তে ব্যস্ত।আর এরই মাঝে এক ছাত্র ছবি তোলা হচ্ছে দেখেই এগিয়ে এসে ছবি তুলতে বাঁধা ও হুমকি দিতে শুরু করে সাংবাদিকদের।
মুহূর্তের মধ্যে বেঁধে যায় সামান্য বচসা।শুধু তাই নয় এই খবর যাতে চ্যানেল এ সম্প্রচার না হয় তার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়।অবশ্য স্কুল কর্তৃপক্ষ সকলকে সোশ্যাল ডিস্টেন্স মানার কথা বারংবার বলছেন।কিন্তু কে শোনে কার কথা।পুলিশ প্রশাসন নিজেদের জীবনের মায়া ত্যাগ করে বারংবার সকলকে সচেতন করলেও কোনো হুঁস নেই শহরের কিছু অসচেতন মানুষের।সচেতনত থাকা আমার আপনার সকলের দায়িত্ব। কিন্তু কেন হুমকি দেওয়া হল সাংবাদিকদের?কেনই বা মানা হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্স এই শিক্ষা প্রতিষ্ঠানে তা নিয়েই উঠছে প্রশ্ন। কবে চেতনা হবে এই সকল কিছু শিক্ষিত মানুষদের তা সম্পূর্ণ অজানা।