সন্তানের মৃত্যু নিয়ে বেশ কয়েকদিন ধরেই রহস্য দানা বেঁধেছিল। এমনকী মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নিজের সন্তানকে আসতো চিবিয়ে খেয়ে ফেলেছে মা। বর্ধমানের রমনাবাগান মিনি যুতে চিতা শাবক নিখোঁজ রহস্যের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ঘটনায় মন খারাপ জু কর্তৃপক্ষের। বনদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন মাসে এই জু-তে জোড়া পূর্ণবয়স্ক চিতাবাঘ নিয়ে আসা হয়েছিল। পুরুষ চিতার তার নাম ধ্রুব এবং স্ত্রী তার নাম দেওয়া হয় কালী। ১৬ বছর বয়সি কালী মা হতে পারবে, এই আশা ছেড়ে দিয়েছিলেন বনদপ্তর আধিকারিকরা। কারণ এত বেশি বয়সে সাধারণত চিতার বাচ্চা হয় না। কিন্তু এক সপ্তাহ আগে কালী সকলকে অবাক করে বাচ্চার জন্ম দেয়। তারপরই নতুন অতিথিকে নিয়ে খুশিতে মাতেন রমনাবাগান। যদিও শনিবার হঠাৎ করেই দেখা যায় ওই চিতা শাবক মায়ের কাছে নেই। তারপরেই খোঁজ শুরু হয় তার। তারপরই সমস্ত কিছু খতিয়ে দেখে নজরে আসে কালীর মলে অতিরিক্ত লোম ও হাড়ের গুঁড়ো। এর পরেই শাবককে খেয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হন আধিকারিকরা।x