রাজ্য

সরকারি ছুটি ঘোষণা করায় সর্তকতা নয়, হুল্লোরই এদের আশ্রয়।

বিভিন্ন জায়গায় সতর্কতার জন্য মাইকিং চলছে। প্রশাসন যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন সংক্রমণ ছড়ানো থেকে মানুষকে বিরত রাখতে। বিভিন্নভাবে সর্তকতা জারি করছেন তারা। ভিড় এড়াতে বারংবার বলা হচ্ছে। কিন্তু কাদের জন্যই বা করছেন! সাধারণ মানুষ চোখে ঠুলি বেঁধেছেন। তারা সবকিছু জেনে বুঝেও অসতর্ক। অথচ যখন কলকাতায় করোনা রোগী ধরা পরল, তার বিরুদ্ধে বিশেষভাবে ধিক্কার জানাচ্ছে সাধারণ মানুষ।

অথচ নিজেদের সতর্কতার বেলায় ঢুঢু। দীঘা ট্রেন গুলিতে প্রচণ্ড ভিড় হচ্ছে। কিছু বাস বন্ধ করে দেওয়া হলেও প্রাইভেট কারেই পারি দিচ্ছে তারা। সরকারি ছুটি ঘোষণার কারণে পর্যটকরা ভিড় জমাচ্ছেন দীঘার সৈকতে। কেবলমাত্র সরকারি চাকরি নয়, ব্যবসায়ী থেকে বেসরকারি চাকুরীরত রাও পাড়ি দিচ্ছে দীঘায়। সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা না থাকার কারণে তারা হুল্লোড়ে মেতে উঠছেন। তবে প্রশ্ন উঠছে এই সময় কি এমন ভিড় করা উচিত? তবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সর্তকতা নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। সমস্ত বিশ্বের সাথে যখন এ রাজ্যেও করোনা হাজির তখন কি সাধারণ মানুষের আরেকটু সতর্ক হওয়া উচিত নয়! উঠছে প্রশ্ন???

Loading

Leave a Reply