NRC নিয়ে ফের নয়া চর্চা। “দেশজুড়ে আর NRC হবে না।” প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর। তিনি জানান, “কেন্দ্র সরকার নাকি আশ্বাস দিয়েছে সারা দেশে আপাতত NRC কার্যকর করা হবে না। ফলে নাগরিকত্ব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর শুক্রবার প্রথমবার দিল্লিতে এলেন উদ্ধব। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। পরে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা ছিল চরমে।
শুক্রবার সন্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন উদ্ধব ঠাকুর ও তাঁর ছেলে আদিত্য ঠাকুর। সেখানেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, “CAA-NRC-NPR নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে আমার আলোচনা হয়েছে। CAA নিয়ে ভাবনার কিছু নেই। “দেশজুড়ে NRC হবে না বলে জানিয়েছে কেন্দ্র সরকার।”