জেলা

সিএএর বিরুদ্ধে প্রচারে গিয়ে কালনায় আদিবাসী পাড়ায় খাটিয়ায় শুয়ে রাত্রিবাস মন্ত্রীর

সিএএ ও এনআরসির বিরোধিতায় সারা বাংলাজুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। পূর্ব বর্ধমান জেলাজুড়েও তা চলছে। কিন্তু এবার এই জেলায় সিএএর বিরুদ্ধে অভিনব প্রতিবাদের পন্থা নিল তৃণমূল কংগ্রেস। প্রচারে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে তারা। সিএএর বিরুদ্ধে প্রচারে গিয়েই কালনার আদিবাসী পাড়ায় খাটিয়ায় শুয়ে রাত কাটালেন মন্ত্রী স্বপন দেবনাথ। আদিবাসীদের সঙ্গে মাটিতে বসেই রাতের খাবার খান তিনি। খোদ মন্ত্রী আদিবাসীদের সঙ্গে থাকায় ধামসা মাদল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। মন্ত্রীকে কাছে পেয়ে আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা উচ্ছ্বসিত হয়ে পড়েন।

মন্ত্রী দাবি করেন, সিএএর নামে কেন্দ্রীয় সরকার ধর্মীয় বিভাজন ঘটাতে চাইছে। তাই আদিবাসী পাড়া দিয়েই নিজের বিধানসভা এলাকায় এই প্রচার কর্মসূচি শুরু করেছেন। তিনি নিজের বিধানসভায় প্রতিটি আদিবাসী পাড়াতেই যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারপর সাধারণ মানুষের বাড়িতে বাড়িতেও প্রচার করবেন। এর বিরুদ্ধে গত ১ ফেব্রুয়ারি থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মন্ত্রী স্বপন দেবনাথ কালনা-১ ব্লকের মধুপুর আদিবাসী গ্রাম থেকে এই কর্মসূচি শুরু করেন। সন্ধ্যা ছটা নাগাদ গ্রামে পৌঁছান। আদিবাসীরা পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান। গ্রামের বাবলু সেরেনের বাড়িতে তিনি রাত্রি বাস করেন। রাতে রুটি, বাঁধাকপির তরকারি ও ডিমের কারি রান্না হয়েছিল। মাটিতে বসে তিনি আদিবাসীদের সঙ্গে খাবার খান এবং সিএএর বিরুদ্ধে প্রচার করেন।

Loading

Leave a Reply