গত কয়েক মাস ধরেই নাগরিকত্ব ইস্যুতে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। সিএ ইস্যুতে লাগাতার আন্দোলন চলছে দেশের সর্বত্র। এই আবহের মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছে। তবে বেশিরভাগ মানুষ যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছে তা এখনও পর্যন্ত দিল্লি ভোটের ফলাফলের দিকে তাকালেই বোঝা যাবে। শাহিনবাগ, জামিয়া মিলিয়া সহ দিল্লির একাধিক জায়গায় সিএএ বিরোধী আন্দোলন ক্রমশ তীব্র হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী দিল্লির যে ১৭ টি কেন্দ্রে সিএএ বিরোধী আন্দোলন জোরালো ভাবে চলছে তারমধ্যে ১১টি কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে আম আদমি পার্টি।
তাই মানুষ যে সিএএর বিরুদ্ধে ভোট দিয়েছেন, তা এই পরিসংখ্যানে যথেষ্ট স্পষ্ট। তাই নাগরিকত্ব ইস্যু যে বিজেপির বিপক্ষে গিয়েছে তা দিল্লির ভোটেই প্রমাণ হতে চলেছে। দিল্লির এই নির্বাচনে কেজরিওয়ালের উন্নয়নের পক্ষে ভোট দানের পাশাপাশি মানুষ সিএএ ইস্যুতে যে বিজেপির বিপক্ষে ভোট দিয়েছেন, তা এক প্রকার নিশ্চিত। তাই কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্ব যতই জোর দিয়ে বলুক যে তারা সিএএ কার্যকর করবেই, কিন্তু দিল্লির এই ভোটের ফলাফল এই ইস্যুতে তাদের নতুন করে ভাবাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।