কেন্দ্র থেকে রাজ্য সরকার প্রত্যেকেই লকডাউন মেনে চলার জন্য বারবার প্রচার করে চলেছে। যদিও অনেক জায়গাতেই মানুষের মধ্যে সেই সচেতনতা বোধ গড়ে উঠছে না। তারই মাশুল দিতে হল মধ্যপ্রদেশের ছয় বাসিন্দাকে। সেখানকার বরগাঁওয়ে সেলুনে চুল কাটতে গিয়ে ৬ জন করোনায় আক্রান্ত হলেন। জানা গেছে লকডাউন এ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা জন্য ছাড় দেওয়া হলেও সেলুন সহ অন্যান্য দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও গ্রামের মানুষের সুবিধার কথা ভেবে ওই গ্রামে সেলুন দোকান খোলা ছিল। সেখানে এই কদিনে ১৩ জন চুলদাড়ি কেটেছেন। তাদের মধ্যেই ৬ জনের দেহে কর্নার সংক্রমণ ধরা পড়েছে।
জানা গেছে ওই গ্রামে ৫ এপ্রিল ফিরেছিলেন ইন্দোরে কর্মরত এক যুবক। তারপর তিনি ওই সেলুনে চুল কাটেন। প্রথম তার শরীর এই করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই জানা যায় ওই সেলুনে আরও ১৩ জন চুল কেটে ছিলেন। প্রত্যেকেরই সোয়াব টেস্ট করা হয়। তারপর আরও পাঁচ জনের শরীরে করো না পজিটিভ মেলে। রিপোর্ট পাওয়ার পর এই গ্রামটি পুরোপুরিভাবে সিল করে দেয়া হয়েছে প্রশাসনের তরফে। যাদের টেস্টে নেগেটিভ এসেছে তাদের হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ওই ১৩ জনের মধ্যে ৬ জন আক্রান্ত হলেও সেলুনের নাপিত কিন্তু করোনায় আক্রান্ত হননি।