জেলা

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, প্রতিবাদে অবরোধ, ভাঙচুর।

বৈদ্যবাটি নার্সারী রোডে মৃতদেহ নিয়ে বিক্ষোভ, পথ অবরোধ করল স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।জানা গেছে, প্রায় দুবছর আগে সুব্রত রাহার সঙ্গে অনিষার বিয়ে হয়।অভিযোগ মাঝে মাঝেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। প্রায়ই স্বামী স্ত্রীকে মারধর নাকি করে।

কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটল। স্থানীয়দের অভিযোগ, অনিষা মারধর করত সুব্রতকে। আজ সুব্রতর মৃত্যু হয়। সুব্রতর শ্বশুর বাড়ি ভাংচুর করা হয়। মৃতদেহ রাস্তায় রেখে সকাল সাড়ে সাতটা থেকে চলে বৈদ্যবাটি দিল্লি রোডের মাঝে অবরোধ। খবর পেয়ে র‍্যাফ নিয়ে চলে আসে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অবরোধ ওঠাতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে।অবশেষে তিন ঘন্টা বাদে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। অনিষার বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তেজনার পারদ চলতে থাকে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Loading

Leave a Reply